টানা নয় দিন যুদ্ধের পর দশম দিনে মহিষাসুরকে পরাস্ত করে দেবী দুর্গা স্বর্গে ফেরালেন দেবতাদের। এই বিজয় উৎসবের দিনেই মায়ের ভাসান, মায়ের বিসর্জন, মায়ের চলে যাওয়া। মা চলে যায়, কিন্তু যায় কোথায়? ফেলে আসা রাস্তায় সবটায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাসি ফুল,আম্রপল্লব আর মায়ের স্মৃতি। আসলে কি চলে যাওয়া হয়? সম্ভব?
মহামারী শেষে দুই বছর পর দেশে ফিরেছে অলিভ। মাকে নিয়ে চলেছে মামার বাড়ি। পুজোয় মায়ের গ্রাম ঝুলনপুরে আয়োজন করা হয় পারিবারিক দুর্গোৎসবের। মায়ের স্মৃতি জুড়ে ছোটবেলার গ্রাম, বেড়ে ওঠার দুর্গা পুজো। সেই ডাউন মেমোরি লেনে হাঁটতে থাকে মা ও ছেলে। মেঠো গ্রামের রাস্তায়, আলপথে, কাশবনে খুঁজতে থাকে মায়ের ফেলে আসা সময়কে।
এসব নিয়েই অনিলাভ চট্টোপাধ্যায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি "বিসর্জন"। সপ্তমীর দিন যা স্ট্রিমিং করা হবে "গ্রেমাইন্ড ফিল্মজ" এর ইউটিউব চ্যানেলে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিদীপ্তা চক্রবর্তী এবং সৌমিত্র বসু। পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের কথায় "আমাদের সারা জীবনটাই একটা খোঁজ । কখনও নতুন রাস্তার।আবার কখনও পুরনো রাস্তায় ফিরে যাওয়ার। খুঁজে বার করা প্রিয় মানুষকে। বিসর্জন সেই খুঁজতে থাকার গল্প।
অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী বলেন, "অনিলাভ এর সঙ্গে এটা প্রথম ছবি। গল্পটা শুনে খুব ভাল লেগেছিল। শুটিংয়ে ছিল সেই ছোটবেলার গন্ধ। গানকে অসাধারণ ভাবে ব্যবহার করেছে গ্রেমাইন্ড ফিল্মজ। এবারের পুজোয় বাড়িতে বসেই না হয় দেখুন 'বিসর্জন'। আশা করি আপনাকেও ভাবাবে, ডুব দেওয়াবে স্মৃতির সাগরে!"
No comments:
Post a Comment